বিছুটি পাতার উপকারিতা

| |

বিছুটির নাম শুনলে আমরা অনেকেই আঁতকে উঠি।কারণ এই গাছের পাতা বা কান্ড স্পর্শ করলে শরীর জ্বালা করে এবং চুলকায়।নেতিবাচক এসকল গুণ ছাড়া বিছুটির অনেক ঔষধি গুণ ও বিছুটি পাতার উপকারিতা রয়েছে। মাথাব্যথা, প্রসাবের জ্বালাপোড়া, চর্মরোগ, কুষ্ঠরোগ,বুক ধড়ফড়ানি, চুলপড়া ইত্যাদি সমস্যায় এর ফল ও শিকড় নানাভাবে কাজে লাগে।

Table of Contents - সুচিপত্র সূচিপত্র দেখুন

প্রসাবের জ্বালাপোড়ায় গাছের শিকড় বেটে রস নিয়ে  আধাকাপ করে প্রতিদিন দুইবার করে সেবনের মাধ্যমে এই সমস্যার কিছুটা সমাধান করা যায়।গায়ে খোসপাঁচড়া ও ঘা হলে পরিমাণমতো শিকড় তুলসী পাতার সাথে বেটে বাহ্যিক ভাবে প্রলেপ দিলে সেরে যায়।

বিছুটির মূল আদার সাথে মিশিয়ে বাহ্যিক ভাবে কপালে ব্যবহার করলে মাথাব্যথায় উপকার পাওয়া যায়। চুলপড়া বন্ধ করতে গাছের শিকড় অল্প পানিতে পিষে আমলকীর রসের সঙ্গে মিশিয়ে মাথায় লাগালে ভালো কাজ হয়। সর্দি, কাশি, জ্বর ও ব্রঙ্কাইটিসে আধাকাপ পরিমাণ শিকড়ের রস দুই তিন দিন পান করলে উপশম হয়।

বুকে ধড়ফড়ানি হলে ৫ গ্রাম পরিমাণ গাছের সতেজ মূল দু’কাপ পানিতে জ্বাল দিয়ে এককাপ পরিমাণ থাকতে নামিয়ে দুইবার সেবন করতে হবে।

৫-৬ গ্রাম শালপানির মূলের সাথে বিছুটি পাতা মিশিয়ে তিন কাপ পানিতে জ্বাল দিয়ে আধা কাপ থাকতে নামিয়ে ছেঁকে প্রতিদিন সকালে ও বিকেলে কোয়ার্টার কাপ দুধ মিশিয়ে সেবন করলে নাকে মুখে রক্ত পড়া বন্ধ হয়। এছাড়া কাশি, হাঁপানী, কোষ্ঠবদ্ধতা, গাঁটে বাত ও মামস সমস্যায় বিছুটির মূল ও ফল বেশ কার্যকর।

স্থানীয়ভাবে বিছুটি ছাগল সত্তা, বাঙ্গাল সত্তা, চোতরা লুদি ইত্যাদি নামে পরিচিত। এটি চিরসবুজ, ঘন শাখা বিশিষ্ট বিরুৎ যা এক থেকে দেড় মি. পর্যন্ত উচুঁ হয়ে থাকে। পাতা রোমশ ;আড়াই থেকে দশ সে. মি.

লম্বা, বর্শাফলাকৃতির। পুষ্পদন্ড খাড়া, প্রতিটি পত্রকোণ বা গিঁট থেকে ফুল হয় এবং ফল ত্রিকোণাকৃতির। ফুল ও ফলের মৌসুম প্রায় বর্ষব্যাপ্ত। সুতরাং বিছুটি পাতার উপকারিতা পাতায় এবং কাণ্ডে অনেক বেশি। 

প্রিয় পাঠক, আপনিও স্বাস্থ্য কথা অনলাইনের লেখক হয়ে উঠুন। লাইফস্টাইল ,ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে। আমরাও আপনার উপর কৃতজ্ঞ থাকবো।

Previous

বাদাম খাওয়ার উপকারিতা ও স্বাস্থ্য গুণ

গরমে পেট ঠান্ডা রাখার উপায়

Next

Leave a Comment