দিনে দিনে বাড়ছে মশা। ময়লা জলাশয় ও ডাস্টবিন থেকে জন্ম নিচ্ছে মশা আর দংশন করছে মানুষকে। মশার জ্বালায় অস্থির। মশা কামড়ালে একে তো খুব চুলকায় আবার অনেক রকম রোগ হয়। ম্যালেরিয়া , জিকা মত ভয়াবহ রোগ হচ্ছে এই পৃথিবীর বিভিন্ন দেশে মশা থেকেই।
মশার জ্বালায় অস্থির হয়ে উঠেছেন? একে তো মশার কামড় আমাদের কাছে খুবই বিরক্তিকর। তারউপর আবার মশার কামড়ে ভয়ঙ্কর সব রোগ ছড়ায়।
মশা থেকে বাঁচতে কত কিছুই তো ব্যবহার করি আমরা। কত রকম যন্ত্র, কয়েল ,স্প্রে কত তো কিনলেন। কিন্তু মশা তাড়াতে কোনও গাছের কথা শুনেছেন কখনও? সত্যিই এক আজব গাছ আবিস্কার করেছেন মার্কিন বিজ্ঞানীরা। গাছটির নাম সাইট্রনেলা, খুব সহজেই গাছটি বাড়ির বারান্দায়, থানার পাশে খালি জায়গায় অথবা ব্যালকনিতে লাগাতে পারেন। তাছাড়া খুব বেশি পানি কিংবা সারেরও দরকার পড়ে না এ গাছটি রুপন করার পর । এই গাছ অনেক বছর পর্যন্ত বেঁচে থাকে ।
এই গাছটি থেকে একধরণের সুগন্ধি বেরোয় যা মশাদের একেবারে অপছন্দ। আর এই গন্ধ পেলেই মশারা এই গাছের ত্রিসীমানায় ঘেষতে চায় না। গাছটি খরা প্রতিরোধেও কাজে আসে। একটি বাড়িতে যদি ৬ থেকে ৭ টি গাছ থেকে থাহলে ওই বাড়ি মশা মুক্ত থাকবে।
সুতরাং মশার জ্বালায় যারা অতিষ্ঠ হয়ে আছেন তারা দু তিনটি সাইট্রনেলা গাছ বাড়ীর চারদিকে কিংবা ফ্ল্যাটের ব্যালকনিতে লাগিয়ে দেখতে পারেন কাজ হয় কি না। তবে, মুশকিলও রয়েছে। কারণ, এই গাছ আমাদের দেশে এখনই পাওয়ার কোনও উপায় নেই।
প্রিয় পাঠক, আপনিও স্বাস্থ্য কথা অনলাইনের লেখক হয়ে উঠুন। লাইফস্টাইল ,ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে। আমরাও আপনার উপর কৃতজ্ঞ থাকবো।