চুলের যত্নে ডিম ঘরেই প্রোটিন ট্রিটমেন্ট

| |

চুলের সুস্থতার জন্য প্রোটিন ট্রিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। পার্লারে যাওয়ার সময় না থাকলে ঘরোয়া উপায়েই করে ফেলুন ঘরেই প্রোটিন ট্রিটমেন্ট চুলের যত্নে ডিম ।

  • দুটি ডিম ফেটিয়ে নিন ভালো করে। ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। চুল ভাগ ভাগ করে আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মিশ্রণটি। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • টক দইয়ের সঙ্গে ডিম ফেটিয়ে মেশান। প্যাকটি চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।
  • অ্যাভোকাডো চটকে কয়েক ফোঁটা অ্যাভোকাডো অয়েল মেশান। দুটি উপকরণই পেয়ে যাবেন সুপার শপগুলোতে। মিশ্রণটি ১৫ মিনিট চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • ১টি ডিম ফেটিয়ে নিন। ১টি কলা চটকে মেশান ডিমের সঙ্গে। ২ চা চামচ নারকেল তেল মিশিয়ে চুলে লাগান মিশ্রণটি। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • কন্ডিশনারের সঙ্গে সামান্য নারকেলের দুধ মিশিয়ে ভেজা চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে ৫ মিনিট অপেক্ষা করুন। ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে।

চুলের যত্নে ডিম ঘরেই প্রোটিন ট্রিটমেন্ট ?

  • চুলের গোড়া মজবুত হয় ও চুল পড়া বন্ধ হয়।
  • চুল হয় নরম ও ঝলমলে।
  • আগা ফাটা রোধ হয়।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

Previous

ঠাণ্ডায় আক্রান্ত হলে যেসব খাবার খাবেন

ক্যান্সার প্রতিরোধের উপায় গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলি

Next

Leave a Comment