29 C
Dhaka
Friday, September 19, 2025
spot_img

বেশি বয়সে নাক দিয়ে রক্ত পড়া কারণ ও করণীয়

সাধারণত সব বয়সের মানুষেরই কারও হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ে। অনেকেই খুব বেশি ভয় পান। ভয় না পেয়ে বরং কিছুক্ষণ নিয়ম মেনে নাক চেপে ধরে রাখলে সাধারণত রক্তপাত বন্ধ হয়ে যায়। তবে বেশি বয়সে নাক দিয়ে রক্ত পড়লে এক্ষেত্রে বিশেষ কিছু কারণ থাকতে পারে। তাই নাক দিয়ে রক্ত পড়া এর কারণ খুঁজে বের করতে হবে।

মানুষের বয়স বাড়ার সাথে সাথে শিরা ও ধমনীর দেয়াল ভঙ্গুর হয়ে যায়, বিশেষ করে যাদের বহুমূত্র কিংবা উচ্চ রক্তচাপ থাকে। এই ভঙ্গুর অবস্থায় উচ্চ রক্তচাপ ও কোন ধরনের শারীরিক চাপের কারণে নাকের রক্ত চলাচলের নালি ফেটে গিয়ে রক্ত পড়তে পারে।

নাকের বিভিন্ন ধরনের ইনফেকশন নাক বা  দিয়ে পানি পড়ার কারণ:

  • ক্রনিক রাইনাটিস বা ঘন ঘন সর্দি।
  • সাইনোসাইটিস বা সাইনাসের সমস্যা।
  • এট্রফিক রাইনাইটিস।
  • এডেনয়ডাইটিস বা এডেনয়েড গ্রন্থির প্রদাহ।
  • রাইনসপোরিডিওসিস।
  • যক্ষ্মা বা টিউবারকিউলোসিস থাকলে  ।
  •  ডিপথেরিয়া।
  •  মিসেলস।
  •  ইনফ্লুয়েঞ্জার মতো সাধারণত ভাইরাস সর্দি-জ্বর ইত্যাদি।

নাকের বিভিন্ন ধরণের টিউমার।

  • এনজিওফাইব্রোমা।
  • সারকোমা ।
  • নেসোফ্যারিনজিয়াল ক্যান্সার।
  • হেমানজিওমা।
  • ইনভারটেড পেপিলোমা ইত্যাদি।

আরো কিছু সাধারণ কারণ থাকতে পারে:

  • নাকের মাঝখানের হাড় অতিরিক্ত বাঁকা থাকলে এমন হতে পারে ।
  • নাকের মাঝখানের পর্দায় ছিদ্র থাকলে এমন হতে পারে ।

নাক দিয়ে রক্ত পড়লে করণীয় :

এক্ষেত্রে প্রথমত রোগীকে সোজা করে বসাতে হবে।তারপর নাক ভাল করে ঝেড়ে নিয়ে, একটু সামনের দিকে ঝুঁকে বসে একটি ভেজা নরম কাপড়ে বা রুমালে কিছু বরফ কুচি নিয়ে নাকের উপর চেপে ধরে রাখলে সাধারণত রক্ত পড়া বন্ধ হয়ে যায়।

যদি এই প্রক্রিয়ায় রক্ত পড়া বন্ধ না হয়,তবে নাক ভাল করে গজ দিয়ে প্যাক করে দিতে হবে। এছাড়া সব বয়সের ক্ষেত্রে আরও বেশকিছু কারণ রয়েছে যা থেকে নাক দিয়ে রক্ত পড়তে পারে। সেই সকল কারণসমূহের মধ্যে রয়েছে কয়েক ধরনের রক্তের ক্যান্সার (যেমন:লিউকেমিয়া), হাম, টাইফয়েড জ্বর, জল বসন্ত প্রভৃতি।

তবে এই সকল কারণসমূহ অভিজ্ঞ নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া সঠিকভাবে শণাক্ত করা দুরূহ ব্যাপার। তাই সব বয়সে নাক দিয়ে রক্ত পড়ার ব্যাপারে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সাবধানতা:

রক্ত  পড়ার সময় শোবেন না। এতে রক্ত আপনার ফুসফুসে যেতে পারে আর জটিল সমস্যা ধারণ করতে পারে। রক্ত পড়া বন্ধ হলেও কয়েক ঘণ্টা নাক পরিষ্কার না করাই ভাল , মাথা সামনের দিকে ঝুঁকানো যাবে না । তাহলে আবার নাক দিয়ে রক্ত পড়া শুরু হতে পারে।

সাধারণত সব বয়সের মানুষেরই কারও হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ে। অনেকেই খুব বেশি ভয় পান। ভয় না পেয়ে বরং কিছুক্ষণ নিয়ম মেনে নাক চেপে ধরে রাখলে সাধারণত রক্তপাত বন্ধ হয়ে যায়। তবে বেশি বয়সে নাক দিয়ে রক্ত পড়লে এক্ষেত্রে বিশেষ কিছু কারণ থাকতে পারে। তাই নাক দিয়ে রক্ত পড়ার কারণ খুঁজে বের করতে হবে।

প্রিয় পাঠক, আপনিও স্বাস্থ্য কথা অনলাইনের লেখক হয়ে উঠুন। লাইফস্টাইল ,ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং ছবিসহ মেইল করুন swasthakotha@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে। আমরাও আপনার উপর কৃতজ্ঞ থাকবো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,201FansLike
3,102FollowersFollow
1,250SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ